হৃদয়ের কথা

ফিরে এসো তুমি ওগো
রেখেছি মনের দুয়ার খুলে
আজ ও আছ তুমি হৃদয় জুরে
জাইনি তোমাই ভুলে
ফিরে এসো তুমি দুজন মিলে
এক নয়নে কাদি
তোমার আমার মনের আশা
একি ডোরে বাধি
ফিরে  এসো দুজন মিলে
এক সাথে পথ চলি
সেই লেকের পাশে বসে
প্রেমের কথা বলি
ফিরে এসো চাইনিজ রেস্তুরায় ভুজন করি
নয়নে নয়ন রেখে প্রনয় গীতি শ্রবণ করি
ফিরে এসো কলি হয়ে
আমি হব অলি মধু আর
মাধুরীতে হবে কুলাকুলি ।

                            " সাইফুল "

  হৃদয়ের কথা   

কথা তোমি কুথাই 

হৃদয় বসে আছে

তোমার পথ চেয়ে 

তোমি আসবে বলছে আমার হৃদয় 

তবে কেন্ তুমি আজ দুরে  

তোমাই ভালবেসে এ হৃদয় অনলে পুরে 

হে নারী তুমি আজ ও দিলেনা দেখা 

তুমি বিহীন হৃদয় একা  

হৃদয় এর মাঝে তোমার ছবি আকা 

বল কথা তুমি আসবে কখন 

কবে দিবে আমাই দেখা 

গাছেতে আছে সবুজ পাতা 

আমার মনে জমা কথা  

মন বলে আসবে তুমি

তোমায় ভালবাসি আমি

বুকের ভিতর অনেক ব্যাথা 

গোলাপ তলায় এসো একা

দুজন মিলে করবো দেখা ।

                      "সাইফুল "

                চোরা

                 

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল! 

সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা!

                                "সাইফুল " 

 

 

এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায় -
এমন মেঘস্বরে   বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়।।

সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি 

গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার -
জগতে কেহ যেন নাহি আর।।

সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে  

আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি-অনুভব -
আঁধারে মিশে গেছে আর সব।।

বলিতে ব্যথিবে না নিজ কান,
চমকি উঠিবে না নিজ প্রাণ।
সে কথা আঁখিনীরে  

মিশিয়া যাবে ধীরে,
বাদলবায়ে তার অবসান -
সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ।।

তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার!
শ্রাবণবরিষনে 

একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার।।

আছে তো তার পরে বারো মাস -
উঠিবে কত কথা, কত হাস।
আসিবে কত লোক,

কত-না দুখশোক,
সে কথা কোনখানে পাবে নাশ -
জগৎ চলে যাবে বারো মাস।।

ব্যাকুল বেগে আজি বহে বায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে

রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।।

                              "সাইফুল " 

 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola